ত্রিভুজ সম্পর্কে প্রাথমিক ধারণা
তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে।
১.সমবাহু ত্রিভুজ।
২.সমদ্বিবাহু ত্রিভুজ।
৩.বিষমবাহু ত্রিভুজ।
আবার,কোণভেদে ত্রিভুজ তিন প্রকার।যথাঃ
১.সমকোণী ত্রিভুজ।
২.স্থূলকোণী ত্রিভুজ।
৩.সূক্ষ্মকোণী ত্রিভুজ।
ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ থাকে ।এই তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা
১৮০ ডিগ্রি।
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পীথাগোরাসের উপপাদ্য অনুসারে-
(অতিভূজ)২=(ভূমি)২+(লম্ব)২
ত্রিভূজের ক্ষেত্রফল=১/২(ভূমি*উচ্চতা)
ত্রিভূজের পরিসীমা=তিন বাহুর সমষ্টি
বি.দ্রঃ শীঘ্রই ত্রিভুজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ MCQ প্রকাশ করা হবে ইনশাল্লাহ্।
No comments:
Post a Comment