Sunday, May 24, 2015

চতুর্ভূজ


চতুর্ভূজ
চার বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভূজ বলে।

চতুর্ভূজের প্রকারভেদ-
#আয়তক্ষেত্র
#সামান্তরিক
#বর্গ
#রম্বস
#ট্রাপিজিয়াম
আয়তক্ষেত্রঃ প্রত্যেক কোণ সমকোণ এবং বিপরীত বাহুদ্বয় সমান।

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল=দৈর্ঘ্য*প্রস্থ
আয়তক্ষেত্রের পরিসীমা=২*(দৈর্ঘ্য+প্রস্থ)
সামান্তরিকঃ বিপরীত কোণদ্বয় ও বিপরীত বাহুদ্বয় সমান।

সামান্তরিকের ক্ষেত্রফল=দৈর্ঘ্য*প্রস্থ
সামান্তরিকের পরিসীমা=২*(দৈর্ঘ্য+প্রস্থ)
বর্গঃ প্রত্যেক কোণ সমকোণ এবং প্রত্যেক বাহু সমান।

বর্গের ক্ষেত্রফল=(বাহু)
বর্গের পরিসীমা=৪*বাহু
রম্বসঃ বিপরীত কোণদ্বয় সমান ও প্রত্যেক বাহু সমান।

রম্বসের ক্ষেত্রফল=(বাহু)
রম্বসের পরিসীমা=৪*বাহু

ট্রাপিজিয়ামঃ প্রত্যেক বাহু ও প্রত্যেক কোণ অসমান।

*চতুর্ভূজে চারটি বাহু ও চারটি কোণ থাকে।এই চার কোণের

সমষ্টি চার সমকোণ বা ৩৬০ ডিগ্রি।

No comments: