জ্যামিতি
জ্যা অর্থ ভূমি,মিতি অর্থ পরিমাপ।অর্থাৎ জ্যামিতি অর্থ ভূমির পরিমাপ।
জ্যামিতির উদ্ভব প্রাচীন মিশরে।
জ্যামিতি সংক্রান্ত গুরুত্ত্বপূর্ণ টপিকঃ
#জ্যামিতিক স্থান দ্বিমাত্রিক।
#ঘনবস্তুর ঊপরিভাগ বা পৃষ্ঠকে তল বলে।
#তল দ্বিমাত্রিক-দৈর্ঘ্য ও প্রস্থ আছে,বেধ নেই।
#দুইটি তল পরস্পর ছেদ করলে ছেদ একটি রেখা উৎপন্ন হয়।
#রেখা একমাত্রিক শুধু দৈর্ঘ্য আছে,প্রস্থ ও বেধ নেই।
#বিন্দুর দৈর্ঘ্য,প্রস্থ ও বেধ নেই,শুধু অবস্থান আছে।
#এক সমকোণের মান ৯০ ডিগ্রি।
#এক সরল্কোণের মান ১৮০ ডিগ্রি।
#যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় তাকে সেই কোণের শীর্ষবিন্দু
বলে।
#সরলকোণের বাহুদ্বয় পরস্পর বিপরীত।
#সমকোণের বাহু দুইটি পরস্পরের উপর লম্ব।
#ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি।
#সন্নিহিত কোণের একটি সাধারণ বাহু থাকে।
#চতুর্ভুজের দুইটি কর্ণ থাকে।
#বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে।
#বৃত্তের দৈর্ঘ্যকে তার পরিধি বলে।
No comments:
Post a Comment