কোণ
দুইটি রেখা পরস্পর ছেদ করলে কোণের সৃষ্টি হয়।
কোণ মূলত তিন প্রকার।যথা-
১।সমকোণ
২।সূক্ষ্মকোণ
৩।স্থূলকোণ
সমকোণঃকোণের মান ৯০ ডিগ্রি হলে সমকোণ।
সূক্ষ্মকোণঃকোণের মান ৯০ ডিগ্রি এর কম হলে।
স্থূলকোণঃকোণের মান ৯০ ডিগ্রি এর বেশি হলে।
#পূরক কোণঃ দুইটি কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০ ডিগ্রি।
#সম্পূরক কোণঃ দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০
ডিগ্রি।
#বিপ্রতীপ কোণঃ
বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হয়।
#একান্তর কোণঃ
একান্তর কোণদ্বয় পরস্পর সমান হয়।
#অনুরূপ কোণঃ
অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান হয়।
#সরল কোণঃএকটি সরলরেখায় যে কোণ উৎপন্ন হয়। কোণের মান দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি।
No comments:
Post a Comment