Tuesday, May 26, 2015

Model test


মডেল টেষ্ট-০১
১.সুদের হার ৯% হতে কমে ৪% হওয়ায় এক ব্যক্তির আয় ২ বছরে ৫০ টাকা কমে গেল।তার মূলঅধন কত?
ক.৪০০টাকা         খ.৫০০টাকা
গ.৮০০টাকা         ঘ.৯০০টাকা

২.৪ জন পুরুষ বা ৬ জন স্ত্রীলোক একটি কাজ ২০ দিনে করতে পারলে ৮ জন পুরুষ ও ১২ জন স্ত্রীলোক একত্রে কত দিনে কাজটি করতে পারবে?
ক.৪ দিনে      খ.৫ দিনে
গ.৮ দিনে      ঘ.১০দিনে
৩.৬,৮,১০এর গাণিতিক গড় ৭,৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড় এর সমান হবে?
ক.৫      খ.৮      গ.৬      ঘ.১০

৪.সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে-
ক.সূক্ষ্মকোণ   খ.স্থূলকোণ    গ.সরলকোণ    ঘ.সমকোণ

৫.শতকরা বার্ষিক কত হার সুদে যে কোন মূলধন ৮ বছরে সুদে মূলে তিনগুণ হবে?
ক.২০%      খ.২৫%      গ.৩০%      ঘ.৪০%

৬.নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
ক.১/৪  খ.৫/৮ গ.৭/১২  ঘ.১১/১৫

৭.যদি কিছু লোক প্রত্যহ ১২ঘণ্টা পরিশ্রম করে ৫ দিনে ৭০ মিটার দীর্ঘ ৩ মিটার প্রস্থ এবং ২ মিটার গভীর একটি নালা কাটতে পারেন,তবে প্রত্যহ ১০ ঘণ্টা পরিশ্রম করে তারা কতদিনে ১৪০ মিটার দীর্ঘ ,৪ মিটার প্রস্থ এবং ২.৫ মিটার গভীর নালা কাটতে পারবেন?
ক.১৮ দিনে      খ.২০ দিনে
গ.২২ দিনে      ঘ.২৪দিনে

৮.৬০লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭৩। ঐ মিশ্রণে আর কত লিটার  পেট্রোল মিশালে অনুপাত ৩৭ হবে?
ক.৭০     খ.৮০      গ.৯০      ঘ.৯৮

৯.a-1/a=4 হলে a3+1/a3=কত?
ক.76   খ.70   গ.47    ঘ.52

১০.দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদনগুলো সমান সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম হবে না।
ক.দুটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ
খ.দুটি কোণ ও এক বাহু
গ.তিন কোণ
ঘ.তিন বাহু

১১.(.১*.০৩*.০০৪)/(.৩*.০৪*.০০৫) এর মান কত?
ক.৩/৫  খ.২/৫  গ.৩/৮  ঘ.১/৫

১২.a=15 এবং b=5  হলে,(a-b)2/(a-b)=কত?
ক.10   খ.15   গ.20   ঘ.30

১৩.কোন ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন  বহিঃস্থ কোণ তিন্টির সমষ্টি কত?
ক.১৮০ ডিগ্রি খ.২৭০ ডিগ্রি  গ.৩৬০ ডিগ্রি  ঘ.৫৪০ ডিগ্রি

১৪.১১টি সংখ্যার গড় ৩০,১ম ৫ টি সংখ্যার গড় ২৫ ও শেষের ৫টি সংখ্যার গড় ২৮।ষষ্ঠ সংখ্যাটি কত?
ক.৫৫   খ.৫৮   গ.৬৫   ঘ.৬৭

১৫.২ টি সংখ্যার অনুপাত ৫:৮।উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়।সংখ্যা দুইটি কী কী?
ক.৭,১১   খ.১২,১৮   গ.১০,১৬   ঘ.১০,২৪

১৬.সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি. হলে অতিভুজের মান কত?
ক.৬ সে.মি. খ.৫ সে.মি. গ.৮ সে.মি. ঘ.৭ সে.মি.

১৭.(০.০১) এর মান কোন ভগ্নাংশটির সমান?
ক.১/১০   খ.১/১০০    গ.১/১০০০   ঘ.১/১০০০০

১৮.(3x+2)(2x-6)=(4-3x)(1-2x)-10 হলে xীর মান কত?
ক. 4   খ.-2   গ.5   ঘ.-3

১৯.একটি রম্বস আকতে হলে কমপক্ষে কোন উপাত্তগুলোর দরকার?
ক.দুটি বিপরীত বাহু খ. দুটি বিপরীত কোণ
গ.কর্ণের দৈর্ঘ্য     ঘ.এক বাহু ও কোণ

২০.একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ ডিগ্রি হলে,বহুভুজের বাহুর সংখ্যা কত?

ক.৫    খ.৬   গ.৮   ঘ.৯

উত্তরঃ১.খ  ২.খ  ৩.খ  ৪. খ  ৫.খ   ৬.ঘ   ৭.খ  ৮.খ ৯.ক ১০.গ ১১.ঘ  ১২.ক  ১৩. গ  ১৪.গ  ১৫.গ  ১৬.খ  ১৭.ঘ  ১৮.খ  ১৯.ঘ  ২০.গ   

No comments: